৭ দিনে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪৯
 
                                                                                                দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত সাত দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথভাবে পরিচালিত অভিযানে সারাদেশে ১৪৯ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানের উদ্দেশ্য ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।
‘আমরা পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি অভিযানে অংশগ্রহণ করেছি। লক্ষ্য ছিল সাধারণ জনগণকে নিরাপদ রাখা এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধ করা।’
জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৭টি কার্তুজ, ৪ দশমিক ৬২ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, গ্রেপ্তারদের আইনি কার্যক্রম এবং জিজ্ঞাসাবাদ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, সারাদেশে নিয়মিত টহল, নিরাপত্তা কার্যক্রম, অগ্নি নির্বাপনসহ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম চালানো হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে যে কোনও সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সেই দিকেই আমরা মনোনিবেশ করেছি।
                                

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            