শিরোনাম

South east bank ad

মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের মৃত্যুতে সেনাবাহিনীর শোক

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের মৃত্যুতে সেনাবাহিনীর শোক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মো. আকতার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক শোকবার্তায় এই সাহসী বিজিবি সদস্যসের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এর আগে দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নায়েক আকতার হোসেন ৩৪ বিজিবির আওতাধীন রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। 
এর আগে, ১২ অক্টোবর দুপুরে, দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি স্থানে মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।পরদিন (১৩ অক্টোবর) রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। 
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: