South east bank ad

ডাচ্-বাংলা ব্যাংককে শীর্ষ করদাতা সম্মাননা দিল এনবিআর

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন   |   ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংককে শীর্ষ করদাতা সম্মাননা দিল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডাচ্-বাংলা ব্যাংককে ২০২০-২১ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিশেষ সম্মাননা দিয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি এক অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কাশেম মো. শিরিনের হাতে সম্মাননা সনদ তুলে দেন। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম, এনবিআরের সদস্য (করনীতি) (গ্রেড-১) আলমগীর হোসেন এবং সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) (গ্রেড -১) মোহাম্মদ গোলাম নবী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: