জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক শীর্ষ করদাতা সম্মাননা পেল ইডকল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শীর্ষ করদাতা সম্মাননা অর্জন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
সম্প্রতি এক অনুষ্ঠানে ২০২০-২১ অর্থবছরের জন্য নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ করদাতা সম্মাননা অর্জন করেছে কোম্পানিটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইডকলের নির্বাহী পরিচালক (ইডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও, চলতি দায়িত্ব) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বাকির হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এসএম মুনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম।