বগুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ দিল এবি ব্যাংক

সম্প্রতি বগুড়ায় দেড় হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে-আরা বেগম ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা কভিড-১৯ মহামারীর সময় কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের মধ্যে এসব ত্রাণ বিরতণ করা হয়।
দেশের শীর্ষস্থানীয় এবং বৃহৎ এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।