South east bank ad

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারণা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সতর্কবার্তা

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৯ অপরাহ্ন   |   কর্পোরেট

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারণা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সতর্কবার্তা
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী অজানা ফোন থেকে ফোন করে অল্প খরচে, অর্ধেক খরচে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করে দেবে বলে অনলাইনে ভর্তির জন্য প্ররোচিত করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু ভুক্তভোগী জানান, অনলাইনে ভর্তি করে যখন কম টাকায় পড়াশোনা করার ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন, তখন ক্যাম্পাস দেখার জন্য যখন তারা সরেজমিনে ক্যাম্পাসে আসতে চাইছিলেন, তখনই তাদের বলা হয় যে অনলাইনে ভর্তি করার ক্ষেত্রে ক্যাম্পাসে যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র যারা অনলাইনে ভর্তি হবে তারা এ স্বল্প খরচে পড়াশোনা করতে পারবে, যা একটি প্রতারণার ফাঁদ।


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলে এটি সবাইকে জানানোর প্রয়োজন অনুভব করে। এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তব্য হলো, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তিকালীন বিভিন্ন ধরনের বৃত্তি ও ছাড়ের ব্যবস্থা রয়েছে কিন্তু কোনোভাবেই তাদের কথামতো অর্ধেক বা নামমাত্র ফি দিয়ে পড়াশোনার যে প্রলোভন, সেটি ঠিক নয়। যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চিন্তা করছেন অথবা আত্মীয়স্বজনসহ অন্যদের ভর্তির ব্যাপারে ভাবছেন, তাদের স্মার্ট সিটির সুবিশাল ক্যাম্পাসে সরাসরি এসে দেখে শুনে বুঝে ভর্তির ব্যাপারে অ্যাডমিন সেকশনে কথা বলে ভর্তি হওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে কোনোভাবেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: