শিরোনাম

South east bank ad

ডাকসু নির্বাচন : দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন   |   কর্পোরেট

ডাকসু নির্বাচন : দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে ‘ভুলবশত’ দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ভোটগ্রহণের সময় পোলিং অফিসার জিয়াউর রহমান ভুলবশত এক শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার দিয়ে দেন। ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে পরে অভিযোগকারী ভোটার নিজেও স্বীকার করেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সামান্যতম অনিয়ম বা অসতর্কতাও যেন ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতায় প্রভাব না ফেলে, সে বিষয়টি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: