মারা গেছে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু ‘রানি’

সাভারের একটি খামারে বড় হওয়া বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু ‘রানি’ মারা গেছে।
গত বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ইং তারিখ বিকালে গরুটির মারা যাওয়ার খবর নিশ্চিত করেন সাভার উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব।
গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে যাওয়া খর্বাকৃতির গরুটিকে ফিড খাওয়ানো হয়েছিল। এতে খাদ্যে বিষক্রিয়ায় পেট ফুলে গরুটি মারা গেছে বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।
তিনি বলেন, ‘দুদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। আজ (বৃহস্পতিবার) বেলা দেড়টার দিকে রানিকে প্রাণিসম্পদ অফিসে আনা হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রানিকে আর বাঁচানো যায়নি। পরে রানিকে নিয়ে চলে যান শিকড় এগ্রো খামারের কর্মকর্তারা।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এ খামারে ২০ ইঞ্চি উচ্চতার খর্বাকৃতির গরু রানির খবর গণমাধ্যমে প্রচার হয়। তখন খামার কর্তৃপক্ষ জানায়, ভুট্টি জাতের এই গরুর দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি। ১১ মাস আগে নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে রানিকে আনা হয় এ খামারে।
গিনেস বুকে খর্বাকৃতির গরু হিসেবে বর্তমানে যে গরুটি আছে সেটির উচ্চতা ২৪.৭ ইঞ্চি। ২০১৪ সালের ২১ জুন খর্বাকৃতির গরু হিসেবে স্বীকৃতি পাওয়া ভারতের কেরালা রাজ্যে মানিকিয়াম জাতের গরুটির ওজন ৪০ কেজি।