বরিশালে সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগ এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সকল ইমামদের উদ্দেশ্য করে প্রত্যেকটি মাদ্রাসা-মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি গণসচেতনতা বাড়াতেও সকলকে উদ্বুদ্ধ করেন। ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগের পরিচালক শাহিন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেনসহ ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন