লকডাউন বাস্তবায়নে ঢাকা জেলা পুলিশের বিরামহীন কাজ

সারা বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমছেই না। প্রতিদিনই করোনায় আত্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজারও মানুষ। সংক্রমিতের তালিকাও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ হাজারের বেশি মানুষ।
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার।
এছাড়া আমাদের দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩২ জন, যা মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে টানা ছয় দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়।
এদিকে শনাক্ত গতকালও ৮ হাজারের উপরে। গত একদিনে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এক দিনে করোনা শনাক্তের হার বেড়েছে আগেরদিনের তুলনায়। গতকাল ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.২৭ শতাংশ।
কোভিড-১৯ -এর দ্বিতীয় ওয়েভে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে গতকাল শুক্রবার ২ জুন ২০২১ইং তারিখ লকডাউনের দ্বিতীয় দিনেও বিরামহীনভাবে কাজ করেছে ঢাকা জেলা পুলিশ।
বৃষ্টিস্নাত দিনে প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করেও মানুষের কল্যাণে মাঠে কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য।