লকডাউন বাস্তবায়নে তৎপর মুন্সীগঞ্জ জেলা পুলিশ

করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় মুন্সীগঞ্জে গতকাল শুক্রবার সারাদিন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
বিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ যেন থামছেই না। আর এ কোভিড-১৯ ভাইরাসে আত্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজারও মানুষ। দিন দিন সংক্রমিতের তালিকাও লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ হাজারের বেশি মানুষ।
যা চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৯ লাখ ৭৯ হাজারে।
বাংলাদেশে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৩২ জন। যা ছিল মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে টানা ৬ দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায় আক্রান্ত হয়ে।
গতকাল শুক্রবার ২ জুলাই ২০২১ইং তারিখ ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৮.২৭ শতাংশ।