কুষ্টিয়ায় লকডাউন কার্যকর করতে বরাবরের মত পুলিশের নজরদারী লক্ষনীয়

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় লকডাউন বাস্তবায়নে বরাবরের মত পুলিশের কঠোর নজরদারীর কারনে নগরীর ব্যাস্ততম সড়ক গুলোতে দেখাগেছে শুনশান নিরবতা। কুষ্টিয়া জেলার সাত থানার সীমান্তবর্তী ও পৌর এলাকার চেকপোস্টে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কুষ্টিয়া জেলার গুরুত্বপূর্ণ চেকপোস্ট গুলো পরিদর্শন কালে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরুন। অকারনে বাইরে ঘোরাফেরা না করে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। তাছাড়া করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্তিপরিষদ বিভাগ কর্তৃক ১ জুলাই সকাল ৬ ঘটিকা হতে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন সংক্রান্তে প্রতিটি চেকপোস্টে জোড়ালো তাগিদ দেন।
করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার জন্য শহরের মধ্যে ৭ টি চেকপোস্ট ছাড়াও শহরের মোল্লাতেঘরিয়া, দবীর মোল্লার গেট, মিলপাড়া রেলক্রসিং, সিঙ্গার মোড়, বঙ্গবন্ধু মার্কেট, জেলখানামোড়, হাউজিং নিশানমোড়, মজমপুর রেলগেট, মঙ্গলবাড়ীয়া বাজার, ত্রিমোহনী, থানা মোড়, বড় বাজার রেলগেট, চৌরহাস মোড়, ছয় রাস্তার মোড়, হরিপুর ব্রীজ, কাস্টম মোড়সহ বিভিন্ন জায়গায় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চেক পোস্টগুলিতে সরেজমিনে উপস্থিত হয়ে তদারকী করছেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। চলমান পরিস্থিতিতে কেহ বিধি-নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানা ওসি , ওসি ডিবি, টি আই (এডমিন) কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার ফোর্স।