নরসিংদীতে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

নরসিংদীতে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ হতে শুরু হওয়া এই কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হবে।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকেও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী আলেয়া ফেরদৌসী। এসময় পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।