লকডাউন বাস্তবায়নে পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম এর দিক নির্দেশনায় পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক অত্র জেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে লকডাউনের ৫ম দিনেও পুলিশের সাথে সেনাবাহিনী বিজিবিসহ অনেকগুলো মোবাইল টিম এবং ভ্রাম্যমাণ আদালত একসাথে কাজ করে যাচ্ছে। জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না। ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন।