South east bank ad

যশোর জেলা পুলিশের ভার্চুয়াল মাসিক অপরাধ সভা

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৯:৩০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

যশোর জেলা পুলিশের ভার্চুয়াল মাসিক অপরাধ সভা

পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলার সকল ইউনিট প্রধান কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
অপরাধ সভার শুরুতেই জুন মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
জুন মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-
১। শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত  পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
২। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ  মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনর্চাজ, কোতয়ালী মডেল থানা, যশোর।
৩। বিশেষ পুরস্কার পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) রুপন কুমার সরকার, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, যশোর।
৪। বিশেষ পুরস্কার পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) এসএম আকিকুল ইসলাম, কসবা পুলিশ ফাড়ী, কোতয়ালী মডেল থানা, যশোর।
৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) তারিকুল ইসলাম, শার্শা থানা, যশোর।
৬। বিশেষ পুরস্কার এসআই(নিরস্ত্র)   মোঃ মুফিজুল ইসলাম, পিপিএম,  জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
৭। শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র)  বিকাশ চন্দ্র সরকার, চৌগাছা থানা, যশোর।
৮। শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)   মোঃ আনিছুর রহমান, ঝিকরগাছা থানা, যশোর।
পুলিশ সুপার বলেন কর্মক্ষেত্রে কাজের গতিবৃদ্ধির জন্য আগামীতে পুরষ্কারের পরিমান আরো বৃদ্ধি করা হবে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: