কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে সামনে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে কুষ্টিয়া জেলা পুলিশ । যে সকল পুলিশ সদস্য জীবন বাজী রেখে অদৃশ্যশক্তি মরণঘাতি করোনা ভাইরাসের বিরুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করছে তাদের সুস্থ্য থাকার বিষয়টি নিশ্চিত করতে অদ্য ৭ জুলাই কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম কুষ্টিয়ায় যানবাহন নিয়ন্ত্রণ শাখার সকল পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, চশমা এবং এ্যান্টি ব্যাকটেরিয়া প্রটেকটিভ মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন , ট্রাফিক ইন্সপেক্টর যানবাহন নিয়ন্ত্রণ শাখার অতিরিক্ত পুলিশ মোঃ রাজিবুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সগণ।