লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে সিরাজগঞ্জ জেলা পুলিশ

আজ ৭ জুলাই সকাল থেকেই সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং করোনা সংক্রমণ রোধে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এর দিকনির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সপ্তম দিনেও কঠোর অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিট। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। সিরাজগঞ্জ শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে।