South east bank ad

ময়মনসিংহের এসপি প্রতিদিন একশ’ দুস্থ পরিবারকে দু’দিনের খাদ্য দিচ্ছে

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১০:০৭ অপরাহ্ন   |   জেলা পুলিশ

ময়মনসিংহের এসপি প্রতিদিন একশ’ দুস্থ পরিবারকে দু’দিনের খাদ্য দিচ্ছে

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):

‘সবার রান্না ঘরে, ভাতের গন্ধ ছুটুক’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে দুস্থ কর্মহীন মানুষের জন্য স্বল্পমুল্যে দশ টাকায় দু’দিনের খাদ্যপণ্য দিচ্ছেন ময়মনসিংহ জেলা পুলিশ।

প্রতিদিন শতাধিক মানুষকে দশ টাকার বিনিময়ে খাদ্যপণ্য বিতরনের বুধবার দুপুরে নগরীর টাউন হলে পুলিশ অফিসার্স মেসে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। একটি পরিবারে দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপণ্য দেওয়া হচ্ছে। বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল, পাঁচ কেজি চাউল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, দুই কেজি আলু, পরিমানমত মশলা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ইত্যাদি ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, লকডাউনের বিধি নিষেধ প্রতিপালনে রাস্তায় বের হওয়া কর্মহীন দুস্থ মানুষজনকে আমরা ঘরে ফেরৎ পাঠাচ্ছি। পাশাপাশি সেই সব অনাহারী পরিবারে উদ্ভুত মানবিক বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি। সেই ভাবনা থেকেই পুলিশের এই মানবিক উদ্যোগ। জেলার পুলিশ পরিদর্শক এবং উর্ধতন কর্মকর্তাদের স্বেচ্ছায় দেয়া অনুদানের অর্থে কর্মহীন দুস্থ মানুষজনকে খাদ্য দেয়ার এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কঠোর লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের মানবিক উদ্যোগে বিগত রমযানে মাসব্যাপী দুস্থ মানুষের মধ্যে  ২ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করে খ্যাতি অর্জন করেছেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: