পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের টহল

বুধবার সকাল থেকেই সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং করোনা সংক্রমণ রোধে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশে শরীয়তপুর জেলার পালং, জাজিরা ও নড়িয়া থানা এলাকায় বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটে টহল কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল এস. এম. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তৌফিক আহমেদ ।
এছাড়াও জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে।