কুষ্টিয়ার কুমারখালীতে কোভিড সংক্রমণ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ জুলাই কুমারখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসাররের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা প্রশাসক, কুমারখালী পৌর চেয়ারম্যান, কুমারখালী, স্থানীয় কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্তিপরিষদ বিভাগ কর্তৃক ১ জুলাই সকাল ৬ ঘটিকা হতে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন যথাযথ ভাবে বাস্তবায়ন সংক্রান্তে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, কুমারখালী থানা অফিসার ইনচার্জ, ১৪টি বিটে নিয়োজিত বিট অফিসার এবং স্থানীয় কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মহোদয় আকস্মিক কুমারখালী থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানায় নিয়োজিত সকল অফিসার ফোর্সের উপস্থিতিতে করোনাকালীণ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক বিট অফিসার তার বিট এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান,সুশীল সমাজসহ সকলকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।