যশোর থেকে অবসর যাওয়া সহকর্মীকে বিদায় দেয়ার আনুষ্ঠানিকতা ধরে রাখলো জেলা পুলিশ

যশোর পুলিশ সুপারের কার্যালয় হতে অবসর গমনকারী এএসআই মোবাশ্বার আলীকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মোবাশ্বার আলী তার নিজ কর্মস্থল হতে এমন সম্মানজনক বিদায় পেয়ে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এমন আয়োজনের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন চাকুরী হতে অবসরে যাবার শেষ দিনটাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে যাচ্ছি এটা অবশ্যই আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। চাকুরী জীবনে তো কত সহকর্মীকেই অবসরে যেতে দেখেছি কিন্তু তাদের অধিকাংশকেই নিরবে চলে যেতে হয়েছে।