করোনা সংক্রমণ রোধে রাজশাহী জেলা পুলিশ তৎপর

করোনাভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর দিকনির্দেশনায় আজ সকাল থেকেই রাজশাহী জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করার মাধ্যমে অযথা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক বিভাগ।জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও সার্কেল অফিসারগন সরেজমিনে বিষয়গুলো নিশ্চিত করছেন।