গাজীপুরের শ্রীপুরে অপরাধ নির্মূলে বাড়ি বাড়ি বিট পুলিশিং’র স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ

গাজীপুরে‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানিসহ বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) -এর নির্দেশে অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বাড়ি বাড়ি গিয়ে ঘরের দরজায় বিট পুলিশিং’র স্টিকার লাগিয়ে দিচ্ছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
এতে করে সবার সঙ্গে যেন পুলিশের সেতুবন্ধন ও সু-সম্পর্ক তৈরি হয়।যেকোনো অপরাধ বা সহযোগিতার জন্য ভুক্তভোগীসহ যেকোনো মানুষ সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানিয়ে বা তাদের সহযোগিতা নিতে পারেন। স্টিকারে ওই এলাকার দায়িত্বরত একজন পুলিশ অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর দেওয়া হয়। কোন ঘটনা দূর্ঘটনা বা কারও আইনি সহযোগিতার প্রয়োজন হলে ভুক্তভোগী ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে বা ঘটনাস্থলে চলে যেতে পারবে।
গতকাল শনিবার ১০ জুলাই বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আইজিপি, ডিআইজি, ও গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় সমাজের অপরাধ নির্মূলে বিট পুলিশিং -এর মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পুলিশের মোবাইল নম্বর ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বরের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। বিট অফিসারের নম্বরে ফোন দিলেই তিনি ঘটনাস্থলে বা ভুক্তভোগীর কাছে চলে যাবে।
ডিউটি অফিসারের নম্বর ২৪ ঘন্টা খোলা থাকে। ছোটখাটো বিভিন্ন বিষয় থানায় না এসেই বাড়িতে থেকেই সমাধান পাবেন ভুক্তভোগীরা। শ্রীপুর থানা এলাকায় পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন ও ৮ টি ইউনিয়নে ৮ জন উপ-পরিদর্শক (এসআই) বিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সঙ্গে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) সঙ্গীয় ফোর্সসহ পর্যায়ক্রমে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাবেন। মানুষের জানমালের নিরাপত্তাসহ যে কোনো ধরণের ঘটনা মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে ঘরে বসেই পুলিশকে জানাতে পারবে যে কেউ। কারও কাছে নম্বরের জন্য যেতে হবেনা।