সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

Start typing...
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬) জুন বিকেলে খোশালপুর সীমান্তে পিলার ৬০/৮৫ মেইন পিলারের নিকট কম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি হাতে আসা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, ১ জন নারী ও ১ শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
জানা যায়, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে বিএসএফ তাদের আটক করে। এরপর বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা যাচাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তের পর বিজিবি তাদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।