শিক্ষার্থী বর্ষা দেওয়ানের উন্নত চিকিৎসার সহায়তা দিলেন খাগড়াছড়ি রিজিয়ন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বর্ষা দেওয়ান এর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন। বর্ষা দেওয়ান দীর্ঘদিন ধরে (SLE) রোগে ভোগছিলেন। তার পরিবার আথিক ভাবে এ রোগের চিকিৎসা চালানোটা কষ্টসাধ্য হয়ে পড়ে।তার এ অবস্থায় পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন।
মঙ্গলবার সকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শিক্ষার্থী বর্ষা দেওয়ান এর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্ষা দেওয়ানের অভিভাবকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন, প্রিন্সিপাল, কেসিপিএসসি ও খাগড়াছড়ি রিজিয়নের সকল স্টাফ অফিসারবৃন্দ।