শিরোনাম

South east bank ad

মোটর সাইকেলের সিটে ২০ হাজার ইয়াবা, যুবক আটক

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন   |   বিজিবি

মোটর সাইকেলের সিটে ২০ হাজার ইয়াবা, যুবক আটক

 
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে বিজিবি।

আটক যুবক টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে মো. আক্তার হোসেন ফারুক (২৩)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনছে।
BBS cable ad