শিরোনাম

South east bank ad

বিজিবির হাতে ধরা পড়ল ভারতীয় গরু-মহিষের সবচেয়ে বড় চালান

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন   |   বিজিবি

বিজিবির হাতে ধরা পড়ল ভারতীয় গরু-মহিষের সবচেয়ে বড় চালান

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়।

অপরদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।

আটককৃত এসব গবাদি পশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় গরু এবং মহিষের চালান বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু আটক করা সম্ভব হয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: