শিরোনাম

South east bank ad

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন   |   বিজিবি

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর।

বিজিবি জানায়, আটক যুবকের নাম রবিন হোসেন (২৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানা এলাকার গৌরাঙ্গলা গ্রামের আব্দুল সালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টহলে বের হয় দলটি। রাত সাড়ে ১০টার দিকে নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিনকে আটক করা হয়। সে সময় বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি তিনি।

শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, ‘আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।’

BBS cable ad

বিজিবি এর আরও খবর: