শিরোনাম

South east bank ad

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ


আজ ২৭.১২.২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৬.২০ টায় কক্সবাজার এর নুনিয়ারছড়া এলাকায় ঘাটে নোঙর করা অবস্থায় যাত্রী তোলার পূর্বেই ‘দি আটলান্টিক ক্রুজ’ নামীয় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে জাহাজের একজন কর্মচারী নিহত হয়েছেন। উক্ত দুর্ঘটনার কারণ উদঘাটন ও এধরণের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা প্রণয়নের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার এর নেতৃত্বে ০৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।   

উপর্যুক্ত প্রেক্ষাপটে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌপরিবহন অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জাহাজ মালিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আজ (২৭.১২.২০২৫) রাতের মধ্যেই সকল জাহাজের ফিটনেস ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার জন্য নৌপরিবহণ অধিদপ্তর, BIWTA ও ফায়ার সার্ভিস-কে নির্দেশনা প্রদান করা হয়। 

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, শুধুমাত্র অগ্নি নির্বাপণ ব্যবস্থার অধিকতর যাচাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজসমূহই আগামীকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনুত্তীর্ণ ও যাত্রা বাতিলকৃত জাহাজের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত জাহাজে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করা হবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: