শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত
আজ ২১ ডিসেম্বর (রবিবার),  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বীজ এবং সার সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । 

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক তার বক্তব্যে সাংবাদিকদের আলু সংক্রান্ত মাঠের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাধানের কৌশল উল্লেখ করার জন্য ধন্যবাদ জানান । তিনি তার বক্তব্যে বলেন, সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে আগামী ২০২৬ সালের মার্চ পর্যন্ত এবং কেউ যদি সারের সংকট তৈরির চেষ্টা করে অথবা বেশি দামে সার বিক্রি চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যদি বিএডিসির বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সার ও বীজ এর দাম মনিটরিং এর জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং তথ্য দিয়ে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
 এছাড়াও অতি শীঘ্রই কৃষকদের স্বার্থ রক্ষায় কোল্ড স্টোরেজ এর মালিকদের সাথে সভা করা হবে।  মুন্সীগঞ্জের কৃষকদের পণ্য সংরক্ষণে ০৪ টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে এবং অতি শীঘ্রই মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: