মুন্সীগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আজ ১১ জানুয়ারি (রবিবার), জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; অধিনায়ক, ১৯ বীর, মাওয়া সেনানিবাস, মুন্সীগঞ্জ; অধিনায়ক, ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ; অধিনায়ক, র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ; যুগ্মপরিচালক, এনএসআই, মুন্সীগঞ্জ; ক্যাম্প কমান্ডার, র্যাব-১০, ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ; জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, মুন্সীগঞ্জ এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত সড়ক দুর্ঘটনার বিষয়ে আলোচনা হয় এবং তা রোধে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক সহ জেলার সার্বিক ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের নিমিত্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


