কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবার বর্গের অনুকূলে চেক বিতরণ
কক্সবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবার বর্গের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠান আজ বেলা ১১.৩০ টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৩৩জন নিহত ও ৪ জন আহত এর পরিবারের মধ্যে বিতরণকৃত সহায়তার পরিমাণ ১,৭৩,০০,০০০/- (এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা মাত্র)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আ: মান্নান। চেক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
কক্সবাজারবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে সড়ক পরিবহন নীতিমালার আলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদনের ফরম সংযুক্ত করে দেওয়া হলো।


