শিরোনাম

South east bank ad

কুতুবশাহী দরবরারের বার্ষিক ওরসের দ্বিতীয় দিনে পুলিশ, নেভি ও কোস্টগার্ডের পেট্রোলিং পরিচালনা

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কুতুবশাহী দরবরারের বার্ষিক ওরসের দ্বিতীয় দিনে পুলিশ, নেভি ও কোস্টগার্ডের পেট্রোলিং পরিচালনা

কুতুবশাহী দরবরারের বার্ষিক ওরসের দ্বিতীয় দিনে সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজকে সারাদিন পুলিশ, নেভি ও কোস্টগার্ড সহকারে পেট্রোলিং পরিচালনা করা হয়। 

এসময় অস্থায়ীভাবে গড়ে উঠা ৮-১০ টি দা, ছুরি, চাপাতি, শাবল ইত্যাদি দেশীয় অস্ত্রের দোকান উচ্ছেদ করা হয়। সকলকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে সতর্ক করা হয়। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়াও, অদ্য বিকাল ০৪:০০-০৫:০০ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বড় মহেশখালী,  ছোট মহেশখালী,  গোরকঘাটা, পৌরসভা, নতুন বাজার, আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তাছাড়া, ঈদগাঁও, চকরিয়া এবং রামুতেও নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনার্থে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: