শিরোনাম

South east bank ad

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ তম চট্টগ্রাম জেলা রোভার মুট - ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসক, চট্টগ্রাম-এর সাথে মিট দ্যা রোভারস অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ তম চট্টগ্রাম জেলা রোভার মুট - ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসক, চট্টগ্রাম-এর সাথে মিট দ্যা রোভারস অনুষ্ঠিত
আজ ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ তম চট্টগ্রাম জেলা রোভার মুট - ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসক, চট্টগ্রাম-এর সাথে মিট দ্যা রোভারস অনুষ্ঠিত হয়।

২০- ২৪ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর  খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে রোভার মুট। রোভার মুটে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা তাদের প্রশিক্ষণলব্ধ  দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশ ও নেতৃত্বের  গুণাবলী অর্জনের সুযোগ পায়। এই আয়োজনে চট্টগ্রাম জেলা রোভার এর অন্তর্গত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসমূহ এবং পার্শ্ববর্তী জেলাসমূহের রোভার ইউনিট অংশগ্রহণ করছে। তাবুতে  থেকে নিজেরা রান্না করে খাবারের পাশাপাশি সারাক্ষণ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে রোভার স্কাউটরা। 

রোভার স্কাউটদের উদ্দেশ্যে সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের আহবান জানিয়ে এসময় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "প্রত্যয় হোক - মেধা, যোগ্যতা ও অধ্যবসায় এর মাধ্যমে, ব্যক্তিগত স্বার্থের চিন্তা বাদ দিয়ে আমরা একটি দৃঢ়
সমাজ কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব।" তিনি আরও বলেন, "রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য, দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকাই হবে আমাদের অভিপ্রায়। জীবনে আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত; এই সময়কে কীভাবে কাজে লাগাব তার উপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি"।

উল্লেখ্য, এবারের রোভার মুটে ১৫ টি টার্গেট রাখা হয়েছে। প্রস্তাবিত চ্যালেঞ্জ সমূহ-
টার্গেট-১ :- সানরাইজ স্ট্রাইডস 
টার্গেট-২ :- ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার 
টার্গেট-৩ :- ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন 
টার্গেট-৪ :- এ্যাক্সপ্লোরারস ট্রেইল 
টার্গেট-৫ :- ফান ফেস্ট
টার্গেট-৬ :- সার্ভাইভার স্কিল সামিট 
টার্গেট-৭ :- ক্যারিয়ার কম্পাস টার্গেট-৮ :- ডিজস্ট্রার এন্ড রেসকিউ
টার্গেট-৯ :- স্পিরিচুয়াল নাইট টার্গেট-১০ :- ফ্লেমস অফ ফেস্টিভিটি 
টার্গেট-১১ :- নবান্ন উৎসব
টার্গেট-১২ : তথ্য চিত্রে গণঅভ্যুত্থান 
টার্গেট-১৩ : ইনোভেটরস অ্যারিনা 
টার্গেট-১৪ : স্ট্রং স্টেপস 
টার্গেট-১৫ : হিউম্যানিটি মার্চ
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: