ফেনীতে দুই শতাধিক শীতার্তের মাঝে বিজিবির কম্বল বিতরণ
ফেনীর ফুলগাজীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল উপজেলার খেজুরিয়া সীমান্তবর্তী এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিজিবি জানায়, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় সীমান্তবর্তী দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ব্যাটালিয়ন। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব।


