রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
ঢাকার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন— লিটন (৩৫), লাবনী (৩০), মো. শাহিন (১৮), মো. কালু (৩০), মো. বশির (৩০), মো. সাদ্দাম হোসেন (২৭), মো. হাসান (২৩) ও মো. অপু (১৯)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রবিবার রূপনগর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


