শিরোনাম

South east bank ad

১৬ টিকিটসহ ট্রেনের স্টুয়ার্ড পুলিশের হাতে ধরা

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন   |   পুলিশ

১৬ টিকিটসহ ট্রেনের স্টুয়ার্ড পুলিশের হাতে ধরা

ময়মনসিংহে ১৬ টিকিটসহ মো. মানিক মিয়া নামে ট্রেনের স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার মো. মানিক মিয়া নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আ. মতিনের ছেলে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মানিক মিয়ার কাছে ট্রেনের বেশ কিছু টিকিট রয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৬ টিকিট জব্দ করে। পরে পুলিশ তাকে টিকিট কালোবাজারি হিসেবে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ট্রেনের ১৬ টিকিট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: