শিরোনাম

South east bank ad

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)দের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকটি সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এই বৈঠকের তথ্য জানানো হয়েছিল।

ইসি জানিয়েছে, এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের জন্য এটি ছিল দিকনির্দেশনামূলক একটি ব্রিফিং।
 
এছাড়া, ইসি সম্প্রতি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 
BBS cable ad