শিরোনাম

South east bank ad

"বাংলাদেশে 'অ্যাম্বার অ্যালার্ট' চালু বিষয়ে সিআইডিতে আলোচনা সভা অনুষ্ঠিত"

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন   |   সিআইডি

"বাংলাদেশে 'অ্যাম্বার অ্যালার্ট' চালু বিষয়ে সিআইডিতে আলোচনা সভা অনুষ্ঠিত"


অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে ‘Amber Alert for Bangladesh’ টিমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সভায় বাংলাদেশে নিখোঁজ শিশু উদ্ধারে কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অ্যাম্বার অ্যালার্ট  চালু এবং নিখোঁজ শিশু উদ্ধারে সিআইডির বর্তমান ভূমিকা, প্রস্তুতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়।

'অ্যাম্বার এলার্ট' হলো একটি জরুরি সতর্কতা ব্যবস্থা, যা নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, এবং সাধারণ জনগণকে একত্রিত করে কাজ করে।আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে এই সিস্টেমের মাধ্যমে হাজারো শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। 

বাংলাদেশেও এটি বাস্তবায়নে সিআইডি ও Amber Alert for Bangladesh কীভাবে সমন্বিত ভূমিকা রাখতে পারে সে বিষয়েই এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় সিআইডি প্রধান ‘Amber Alert for Bangladesh’ টিমকে আশ্বস্ত করে বলেন, নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধার একটি অত্যন্ত মানবিক ও মহৎ দায়িত্ব, যা সিআইডি সর্বোচ্চ পেশাদারত্ব ও গুরুত্বের সঙ্গে পরিচালনা করে থাকে। তিনি আরও জানান, নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে ‘Zero Missing Children Bangladesh’ উদ্যোগ বাস্তবায়নে সিআইডি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

‘Amber Alert for Bangladesh’ এর পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান, আয়েশা সিদ্দিকা, রাফিয়া উম্মা উসওয়াতুন রাফিয়াসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা আলোচনাতে অংশগ্রহণ করেন। 
এসময় উপস্থিত ছিল আলিফ ও আরব নামের সেই দুই শিশু যারা পূর্বে অপহরণের শিকার হলেও পরে নিরাপদে উদ্ধার হয়।

সভায় আলোচনায় বাংলাদেশে অ্যাম্বার অ্যালার্ট বাস্তবায়নের কাঠামো, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা একসঙ্গে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে, দ্রুত বাংলাদেশে অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থা চালু করা হবে এবং নিখোঁজ শিশু উদ্ধারে আগাম সতর্কতা ও সমন্বিত প্রযুক্তিনির্ভর কার্যক্রম নিশ্চিত করা হবে।

এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিআইডি এর আরও খবর: