শিরোনাম

South east bank ad

ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন   |   বিজিবি

ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকায়, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকায় ১২, বাকি দুই জেলায় এক প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থতিতে নিশ্চিতে সকাল থেকে তারা মাঠে তৎপর রয়েছে।’

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামীকাল ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে মোতায়েন করা হলো বিজিবি।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: