শিরোনাম

South east bank ad

সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ১২টি স্মার্টফোন জব্দ

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন   |   বিজিবি

সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ১২টি স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাচালানে আনা ১২টি স্মার্টফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে একটি ডোবায় ভাসমান অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করে বিজিবির টহল দল। পরে ওই প্যাকেটে তল্লাশি করে বিভিন্ন মডেলের ১২টি ফোন জব্দ করা হয়।

রবিবার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
BBS cable ad