South east bank ad

নীলফামারী জেলা পুলিশের ভার্চুয়ালি জুলাই ২০২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১০:১২ অপরাহ্ন   |   জেলা পুলিশ

নীলফামারী জেলা পুলিশের ভার্চুয়ালি জুলাই ২০২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সোমবার (১২ জুলাই/২০২১) নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলসেডে জুলাই-২০২১ মাসের কল্যান সভায়, জেলা পুলিশের সংশ্লিষ্ট সকল দপ্তরের ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স পুলিশ সুপার এর নিকট জেলা পুলিশের উন্নয়ন কর্মকাণ্ড গুলো তুলে ধরেন যেমন নীলফামারী পুলিশ লাইন্স এর সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, পুলিশ ক্যান্টিন সংস্কার, পুকুরপাড় সংস্কার,পুলিশ লাইন্সের ভেতরের রাস্তা সংস্কার, পুলিশ সদস্যদের রেশন ও খাবারের মানের উন্নয়ন, চিকিৎসাসেবার উন্নতিকরণ, এছাড়াও আইনশৃঙ্খলার উন্নয়ন সহ পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ সুপার এর দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে জেলা পুলিশ নীলফামারী।

এছাড়াও অফিসার-ফোর্স আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নতুন বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় পুলিশ সুপার অফিসার ফোর্সদের আনীত আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল) এ.এস.এম. মুক্তারু জ্জামান, নীলফামারী পুলিশ হাসপাতাল এর ডাঃ মোঃ রোকনুুজ্জামান, নীলফামারী জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান,ওসি ডিবি, ওসি নীলফামারী থানা, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ পুলিশ লাইন্সস নীলফামারীতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

কল্যাণ সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-সার্কেল) মোহাম্মদ সারোআর আলম ও ডিমলা থানার অফিসার ইনচার্জগণ, চিলাহাটি ও মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য অফিসার-ফোর্স।

উক্ত কল্যাণ সভায় সঞ্চালনায় ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি কল্যাণ সভার শুরুতে বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের বাস্তবায়ন অগ্রগতি সবার মাঝে তুলে ধরেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: