বটিয়াঘাটা থানা আকস্মিক পরিদর্শন করেন খুলনা পুলিশ সুপার

আজ (৩০ আগস্ট) বটিয়াঘাটা থানা আকস্মিক পরিদর্শন করেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল রাশেদ হাসান । থানায় আগত সেবা প্রার্থীদের যথাযথ সেবা নিশ্চিত করতে তিনি থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যের সাথে কথা বলেন, রেজিস্ট্রারাদি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে খুলনা পুলিশ সুপার বটিয়াঘাটা থানার বিভিন্ন সেরেস্তায় সরেজমিনে গিয়ে থানায় রক্ষিত নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিশেষে তিনি থানার অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।