শিরোনাম

South east bank ad

চামড়ার লবণ দিয়ে বিট লবণ তৈরি, লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন   |   দেশ

চামড়ার লবণ দিয়ে বিট লবণ তৈরি, লাখ টাকা জরিমানা

বগুড়ায় গরু-ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার কাজে ব্যবহৃত লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬০ বস্তা ভেজাল লবণ জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর বিট লবণ বিক্রির অভিযোগ আসছিল।
এর উৎস খুঁজতে গিয়ে তারা জানতে পারেন, শিববাটি সেতুর কাছে এই ভেজাল লবণ তৈরি হয়। অভিযানে দেখা যায় কারখানার মালিক চামড়ার লবণ গুঁড়ো করে তাতে রং মেশানো হচ্ছে। এই লবণই বিট লবণ হিসেবে বাজারে বিক্রি করেন তারা।

মেহেদী হাসান আরো জানান, ১০ টাকা কেজি দরের শিল্প লবণকে গুঁড়ো করার পর তা ২৫ টাকা দরে বিট লবণ হিসেবে বিক্রি করা হচ্ছিল।
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ৬০ বস্তা লবণ ধ্বংস করা হয়।

অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়াসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad