সীমান্তে ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তসংলগ্ন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মধ্যপাড়ার বাসিন্দা বক্তার আহাম্মদের ছেলে মো. আরপান অপি (১৯) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-সি-১১ এর বাসিন্দা আবুল বাসারের ছেলে মো. জিয়াবুল হক (৩৬)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতে মিয়ানমার সীমান্ত থেকে তিনজন ব্যক্তি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভেতরের দিকে প্রবেশ করলে তুমব্রু বিজিবির টহল দল তাদের থামাতে উদ্যোগ নেয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোনসহ তাদের দুইজনকে আটক করা হয়। তবে সঙ্গে থাকা অপর একজন পাচারকারী পালিয়ে গেছেন।
এ ঘটনায় কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে সচেষ্ট।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদারভাবে চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করতে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তাকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।’