শিরোনাম

South east bank ad

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন   |   আইজিপি

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সম্প্রতি তিনি বাসসকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন,আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অংশ হিসেবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার আট লাখ সদস্য মোতায়েনসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ।

সংস্থাগুলো হলো–পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এছাড়াও, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন এমন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সুরক্ষার জন্য আনসার সদস্যদের মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা বা বডি ক্যাম কিনতে যাচ্ছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ভোটকেন্দ্র থেকে রিয়েল-টাইম আপডেট পেতে ক্যামেরাটি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

BBS cable ad

আইজিপি এর আরও খবর: