শিরোনাম

South east bank ad

জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন   |   আইজিপি

জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাকসু নির্বাচন উপলক্ষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আনিসুজ্জামান জানান, পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৭ প্লাটুন বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে।

বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিটের সঙ্গে বডি অন ক্যামেরা দেয়া হয়েছে। আপাতত কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

BBS cable ad

আইজিপি এর আরও খবর: