জন্মদিনে শহীদ শেখ রাসেলের কবরে মেয়র তাপসের শ্রদ্ধা নিবেদন

জন্মদিনে শহীদ শেখ রাসেলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)-এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রথমবারের মতো উদযাপিত ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষ্যে গতকাল সোমবার ১৮ অক্টোবর সকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধার্ঘ্য অপর্ণের পর ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস শহিদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
উল্লেখ্য, ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এই প্রতিপাদ্যে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে গতকাল প্রথমবারের মতো দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শদে হোসেন কামাল, ঢাদসিক মেয়রের প্রটোকল কর্মকর্তা দাউদ হোসেন রাজা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।