মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত সেপ্টেম্বরে মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। সেই অডিওতে কিছু কটু মন্তব্য করতে শোনা যায়।
অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন গাজীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সে সময় তার বিরুদ্ধে বিক্ষোভও করেছেন তারা।
এরই প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে না- এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই নোটিশের জবাব পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এবার মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।