South east bank ad

স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছে : ডিএনসিসি মেয়র

 প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন   |   মেয়র

স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছে : ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্মার্ট পশুর হাটে ক্রেতা বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম

২৭ জুন, ২০২৩রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি পশুর হাটে ডিজিটাল লেনদেনের জন্য নির্মিত বুথ পরিদর্শন করেন এবং ডিজিটাল বুথে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র বলেন, ‘গতবছর পরীক্ষামূলকভাবে স্মার্ট হাট শুরু করেছিলাম। জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা এবছর ৮টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রেখেছি।’

স্মার্ট পশুর হাটের কার্যক্রম নিয়ে মেয়র বলেন, ‘একজন ক্রেতা যে গরুটি পছন্দ করেছেন সেই পরিমান টাকা তিনি সঙ্গে নিয়ে আসেন নাই। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তিনি তার ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে পছন্দের গরুটি কিনেছেন। আবার একজন বিক্রেতা গরু বিক্রির টাকা সঙ্গে বহন না করে হাটেই ডিজিটাল বুথে ব্যাংক একাউন্ট খুলে তার একাউন্টে জমা করেছেন। ডিএনসিসির স্মার্ট হাটের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ফলেই এটি সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘কোরবানির পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। পশুর হাটের বর্জ্য পরিষ্কার করাসহ যেসব শর্ত দেয়া হয়েছে ইজারাদারদের সেগুলো পালন করতে হবে। নিয়ম না মানায় ও শর্ত ভঙ্গ করায় গতবছর জরিমানা করা হয়েছিল। এবছরও কোন শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের জমাকৃত অর্থ বাজেয়াপ্তও করা হবে।’

সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃক্ষরোপণে পশুর হাটের গোবর ব্যবহার করা হবে উল্লেখ করে মেয়র বলেন, ডিএনসিসি থেকে ইতোমধ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। এবছর কোরবানির পশুর হাটের গোবরগুলো সংগ্রহ করে বৃক্ষরোপণে ব্যবহার করা হবে। ইতোমধ্যে গোবর সংগ্রহের কাজ শুরু হয়েছে। গোবরগুলো সংরক্ষণ করে শুকিয়ে গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে।

মেয়র আরো বলেন, আট ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সে ওয়ার্ডকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।’
BBS cable ad

মেয়র এর আরও খবর: